২৯ অক্টোবর ২০২৫

আরও দুই রুশ যুদ্ধাপরাধীকে সাজা

ন্তঃর্জাতিক ডেস্ক»

যুদ্ধাপরাধের দায়ে দুই যুদ্ধবন্দি রুশ সেনার শাস্তি ঘোষণা করল ইউক্রেনের একটি আদালত। যু্দ্ধের প্রথম দিকে খারকিভের দু’টি গ্রামে গোলাবর্ষণ ও হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে আলেকজ়ান্ডার ববিকিন এবং আলেকজ়ান্ডার ইভানোভ নামে দুই রুশ সেনা। তাদেরকে ১১ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে নিরস্ত্র বৃদ্ধকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত ২১ বছর বয়সি এক রুশ ট্যাঙ্ক কম্যান্ডারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল ইউক্রেনের একটি আদালত।

ইতিমধ্যে ইউক্রেনের প্রধান কৌঁসুলি ইরিনা ভেনেডিকটভা বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় পনের হাজার যুদ্ধাপরাধের মতো ঘটনা সংঘটিত হয়েছে ইউক্রেনে।

এদিকে রুশ কতৃপক্ষ ইউক্রেনে বেসামরিক নাগরিক হত্যার বিষয়টি অস্বীকার করে আসছে।

আরও পড়ুন