২৪ অক্টোবর ২০২৫

আরকান রোডে অবৈধ দোকান-স্থাপনা, চসিকের জরিমানা

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর আরকান রোডের বালুরটাল থেকে কালুরঘাট পর্যন্ত অভিযান চালিয়ে রাস্তার উভয় পার্শ্বে অবৈধভাবে গড়ে উঠা দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ জুলাই) চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে রাস্তা দখল করে অবৈধভাবে বালি রাখা, বাস ও ট্রাক পার্কিং করা এবং দোকানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৭ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কালাম চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, রাস্তা ও ফুটপাত দখল করে বালি এবং অবৈধভাবে পার্কিং করে রাখা ট্রাক-বাস অপসারন করা হয়। এই সময় রাস্তা দখল করে অবৈধভাবে বালি রাখা, বাস ও ট্রাক পার্কিং করা এবং দোকানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৭ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, র‌্যাব-৭, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চান্দগাঁও থানা পুলিশ ও ৩১ আনসার ব্যাটালিয়ন সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন