২৩ অক্টোবর ২০২৫

আর্জেন্টিনার অনুশীলন সেন্টারের নাম এখন মেসির নামে

ক্রীড়া ডেস্ক »

৩৬ বছর পর আরাধ্য বিশ্বকাপ শিরোপা জেতানোর নায়ক বলে কথা! আর কী চাই লিওনেল মেসির! আর্জেন্টাইনরা যেন সবকিছু দেওয়ার জন্যই প্রস্তুত।

এবার মেসির নামে জাতীয় দলের অনুশীলন সেন্টারের নামকরণ করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।

শনিবার এক টুইটে এ কথা জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া। মেসি তার ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছু জিতেছেন। অর্জন আর স্বীকৃতি তার কাছে নতুন কিছু নয়। এরপরও আর্জেন্টিনার ফুটবলের কাছ থেকে এমন উপহার পেয়ে নিজের উচ্ছ্বাস লুকাননি মেসি।

দুটি প্রীতি ম্যাচ খেলতে মেসি এখন জন্মভূমি আর্জেন্টিনায়। সেখানে পুরো আর্জেন্টিনা দল কাটাচ্ছে অবিস্মরণীয় সময়। বিশ্বকাপের পর তিন তারকা জার্সিতে আর্জেন্টিনার প্রথমবার মাঠে নামাকে স্মরণীয় করেছে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামের ৮৪ হাজার দর্শক।

সেখানেই শেষ নয়, মেসির সঙ্গে ছবি তুলবেন বলে ড্রেসিংরুমে ঢুকে গ্রেপ্তারও হয়েছেন এক সমর্থক। কেউ আবার মিথ্যা বলে আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে চাকরি খুইয়েছেন।

এমন উৎসবের মধ্যেই আর্জেন্টাইনদের আনন্দ বাড়িয়ে দিয়েছে তাপিয়ার টুইট। সেই টুইটে মেসির নামে অনুশীলন ক্যাম্পের নামকরণ করার ঘোষণা দেন তাপিয়া। অনুশীলন সেন্টারের নতুন ফলকের ছবিও শেয়ার করেছেন এএফএর প্রধান, ‘কাসা দে এজেইজায় আমরা একটা ঐতিহাসিক সময় পার করেছি, আজ থেকে বিশ্বের সেরা ফুটবলারের সম্মানে যার নাম হবে লিওনেল আন্দ্রেস মেসি ক্যাম্প।’

আরও পড়ুন