১ নভেম্বর ২০২৫

আর্জেন্টিনাসহ ৬ দেশে বসবে ২০৩০ বিশ্বকাপের আসর

বৃহস্পতিবার বাজতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের দামামা। ভারতে শুরু হতে যাচ্ছে ১৩তম বিশ্বকাপের আসর। এসবের মাঝে বুধবার ঘোষিত হল ২০৩০ ফুটবল বিশ্বকাপের আয়োজকদের নাম। যেখানে একাধিক দেশকে দায়িত্ব দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ আরো ৬টি দেশে আয়োজিত হবে আসন্ন ২০৩০ ফুটবল বিশ্বকাপ। লিওনেল মেসিদের দেশসহ আয়োজক হিসেবে থাকছে উরুগুয়ে, প্যারাগুয়ে, স্পেন, মরক্কো ও পর্তুগাল।

বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। ২০৩০ বিশ্বকাপ দুই অংশে আয়োজন করা হবে। যার প্রথম অংশ অনুষ্ঠিত হবে লাতিন আমেরিকার তিন দেশ আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। বাকি অংশ আয়োজিত হবে মরক্কো, স্পেন ও পর্তুগালে।

২০৩০ সাল ফুটবল বিশ্বকাপের শততম বছর হওয়াতে সেটি ভিন্নভাবে রাঙাতে ফিফার এমন সিদ্ধান্ত।

আরও পড়ুন