২৪ অক্টোবর ২০২৫

আর্জেন্টিনা দল ঢাকায় পৌঁছেছে

ক্রীড়া ডেস্ক »

বর্তমানে ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশে রয়েছে দলটির ব্যাপক জনপ্রিয়তা। ফুটবল দল হিসেবে বাংলাদেশে যেন পা রাখে আর্জেন্টিনা দল এমন চাওয়া দেশের কোটি ভক্তদের। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বাংলাদেশের ফুটবল ভক্তরা খুব চান দলটি যেন বাংলাদেশে একবার ঘুরে যায়।

তবে আজ শুক্রবার ফুটবল দল নয় আর্জেন্টিনা কাবাডি দল বাংলাদেশে পা রেখেছে। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি ২০২৩ টুর্নামেন্টে অংশ নিতে আর্জেন্টিনা দল সকালে ঢাকা পৌঁছেছে। অন অ্যারাইভাল ভিসা প্রক্রিয়া শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ল্যাটিন আমেরিকার দেশটি পল্টনস্থ হোটেলের উদ্দেশ্যে রওনা হবে।

জানা যায়, বঙ্গবন্ধু কাপ কাবাডির গত আসরেই আর্জেন্টিনার আসার কথা ছিল। গত আসরে কিছু সমস্যার কারণে না আসলেও এবার এসেছে বিশ্ব ফুটবলের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজকে মাঠে নামার কথা রয়েছে দলটির।

ফুটবল দিলে বাংলাদেশের সাথে এ বছর আর্জেন্টিনার সাথে সম্পর্ক বেশ শক্ত হয়েছে। আর্জেন্টিার দূতাবাস চালু হওয়া তার অন্যত এক উদাহরণ। দেশের মেসি ভক্তরা এখনো আশায় রয়েছেন খুব শিগগিরই বাংলাদেশে খেলতে আসবেন তারা। অবশ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও জোর চেষ্টা চালিয়ে যাওয়ার ইঙ্গিতও মিলেছে। এখন সময়ই বলে দিবে মেসি ভক্তদের স্বপ্ন কতটুকু পূরণ হতে যাচ্ছে।

আরও পড়ুন