২৯ অক্টোবর ২০২৫

আলহাজ্ব খলিলুর রহমান ফাউন্ডেশনের ইফতার বিতরণ

বাংলাধারা প্রতিবেদন » 

আলহাজ্ব খলিলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ১১নং দক্ষিন কাট্টলী ওয়ার্ড ছাত্রলীগ এর সৌজন্যে গরীব ও দুঃখীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

শনিবার(০১ মে) বিকালে ইফতারি বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ১১নং দক্ষিন কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব অধ্যাপক মো. ইসমাইল।

এসময় তিনি বলেন, দীর্ঘ কয়েক বছরের ধারাবাহিকতায় এ বছরও অত্র ওয়ার্ডে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় রোজাদারদের মধ্যে সেহেরী, ইফতার সামগ্রী ও ইফতার বিতরণ করা হচ্ছে। মানবসেবা ও আল্লাহর সন্তুষ্টিই এই ফাউন্ডেশনের একমাত্র লক্ষ্য।’

এসময় সার্বিক সহযোগীতার জন্য অত্র ওয়ার্ডের ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন আলহাজ্ব অধ্যাপক মো. ইসমাইল।

শনিবার অত্র ওয়ার্ডের সরাইপাড়া, এ-ব্লক বাসস্ট্যান্ড, গাউছিয়া রেস্টুরেন্ট মোড় ও ফইল্যাতলী বাজারসহ বেশ কিছু জায়গায় ইফতারি বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে কাউন্সিলর আলহাজ্ব অধ্যাপক মো. ইসমাইলসহ আরও উপস্থিত ছিলেন, ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক নোয়াব আলী মিয়া, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা হাজী মন্জু , বিশিষ্ট কলামিস্ট নুরুরজামান সান্টু, ১১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো. টুটুল, ফাহিম পাহাড়তলী
থানা ছাত্রলীগ নেতা মো. ইমন প্রমুখ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন