২৪ অক্টোবর ২০২৫

আলিকদমে ১২ দোকান-বসতঘর পুড়ে ছাই

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবান জেলার আলিকদম উপজেলা বাজারের পার্শ্ববর্তী সাতটি দোকান ও পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোর চারটায় আলিকদম সদর ইউনিয়ন ২নম্বর ওয়ার্ড খুল্ল্যামিয়া চেয়ারম্যান পাড়ায় আগুন লেগে সাতটি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে গেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর চারটায় হঠাৎ কোন একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তেই ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে সাতটি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

বিভিন্ন যন্ত্রপাতি পার্টসের দোকানের ক্ষতিগ্রস্ত মালিক নজরুল ইসলাম জানান, কোন দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি, তার প্রায় পাঁচ লাখ টাকার অধিক মালামাল পুড়ে গেছে বলে জানান।

দোকানের মালিক ছেনোয়ারা (৫৫) জানান পূর্ব শত্রুটা বশত কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে তিনি ধারণা করছেন বলে জানান।

আলিকদম ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. শাহদাত হোসেন জানান, পুড়ে যাওয়া সাতটি দোকান ও পাঁচটি বসতঘরের ক্ষয়ক্ষতি পরিমাণ বিশ লাখ টাকার অধিক হবে বলে ধারণা করছেন। আগুনের সুত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন। কোন দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে জানতে চাইলে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

আলিকদম সদর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, ২নম্বর ওয়ার্ড খুল্ল্যামিয়া চেয়ারম্যান পাড়া, বারেক কলোনিতে ভোর চারটায় আগুন লেগে সাতটি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে গেছে। সরেজমিনে পরিদর্শনের জন্য ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান তিনি।

আলিকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহরুবা ইসলাম জানান, আগুনে পুড়ে যাওয়া দোকান ও বসতঘরের ক্ষতিগ্রস্তদের তালিকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

আরও পড়ুন