চট্টগ্রামের আলোচিত আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৫ মে) চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের বিচারক এস এম আলাউদ্দিন এই আদেশ দেন। এ সময় ভার্চুয়ালি আদালতে উপস্থিত ছিলেন চিন্ময় দাস।
২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের সময় আইনজীবী আলিফ নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার চার দিন পর নিহত আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি, নিহতের ভাই আরও একটি মামলা করেন, যেখানে ১১৬ জনকে আসামি করা হয়।
এ ঘটনার পর রাষ্ট্রদ্রোহ মামলায় ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রোববার (৪ মে) পুলিশ নগরীর কোতোয়ালি থানায় দায়েরকৃত আলিফ হত্যা মামলা ও আরও তিনটি মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করে। শুনানি শেষে আদালত সে আবেদনের অনুমোদন দেন।
চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে কারাগারে আছেন এবং এ মামলার তদন্ত চলমান রয়েছে।













