১৮ ডিসেম্বর ২০২৫

আলীকদমে অবৈধ পাহাড় কাটায় ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

বান্দরবানের আলীকদমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের আমতলী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে আলীকদম সেনা জোনের ক্যাপ্টেন মো. হিবরুল উম্মা হামীমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল এবং আলীকদম থানা পুলিশ সহায়তা প্রদান করে।

অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ (চ) ধারা লঙ্ঘন করে স্ক্যাভেটর দিয়ে মাটি কাটার অপরাধে আবু হানিফ নামে এক যুবককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাটি পরিবহনে ব্যবহৃত ৫টি ছোট ট্রাকের মালিকদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা এবং ৩টি স্ক্যাভেটরের মালিকদের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সব মিলিয়ে জরিমানার পরিমাণ দাঁড়ায় ৭ লাখ ৫০ হাজার টাকা।

অভিযান শেষে মাটি ভর্তি ৫টি ট্রাক ও ৩টি স্ক্যাভেটর জব্দ করে আলীকদম থানা হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জরিমানার অর্থ পরিশোধ সাপেক্ষে জব্দকৃত যানবাহন ও সরঞ্জামাদি অবমুক্ত করা হবে।

পরিবেশ রক্ষায় প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, অবৈধভাবে পাহাড় কাটা ও মাটি উত্তোলন রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ