২৮ অক্টোবর ২০২৫

আলীকদমে নৌকাডুবিতে নিখোঁজের দুইদিন পর নারীর লাশ উদ্ধার

লামা প্রতিনিধি »

বান্দরবানের আলীকদম উপজেলায় মুন্নী আক্তার (৩০) নামের এক নারী শ্রমিক এর লাশ পাওয়া গেছে। নদীতে ডুবে নিখোঁজের দুইদিন পর নয়াপাড়া ইউনিয়নের মাতামুহুরী নদীর বাবুপাড়াস্থ বুঝিখালের মুখে (মােহনায়) এ লাশ পাওয়া যায়। সে উপজেলা সদরের সর্দার পাড়ার আব্দুল এর স্ত্রী।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় আলীকদম সদর ইউনিয়নের ছাবের মিয়া পাড়া এলাকার মাতামুহুরী নদীর চৈক্ষ্যং খালের মুখ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি আলীকদম সদর ইউনিয়নের সিলেটি পাড়া বলে জানা যায়। তবে এখনাে পর্যন্ত সেনােয়ারা বেগম নামে আরেকজন নিখোঁজ রয়েছে।

নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ দুই নারী শ্রমিকের মধ্যে আরো একজন এখনো নিখোঁজ রয়েছে বলে জানান, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আলীকদম সদর ইউনিয়নের ছাবের মিয়া পাড়া এলাকার মাতামুহুরী নদীর চৈক্ষ্যং খালের মুখে স্থানীয়রা মহিলার লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এবং মুন্নী আক্তারের আত্মীয় স্বজনরা এসে লাশ সনাক্ত করেন।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দিন জানান, লাশ সনাক্ত করা হয়েছে, এ বিষয়ে আলীকদম থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানাে হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় কাজ শেষ করে বাড়ি ফেরার সময় আলীকদম উপজেলার মাতামুহুরী নদীর বুঝিরকুম এলাকায় নৌকাডুবির এঘটনা ঘটে। এসময় নৌকায় থাকা মাঝিসহ মােট আটজনের মধ্যে দুজন নিখোঁজ হন।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন