বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানের আলীকদমে অভিযান চালিয়ে মাইকেল দাশ (২০) নামের এক যুবককে ৯ হাজার ৭শ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব-১৫।
বুধবার (১২ জানুয়ারি) বিকেলে আলীকদম বাজারস্থ মাতামুহুরী রেঞ্জে সামনে নদীর ঘাট থেকে তাকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে আলীকদম থানায় হস্তান্তর করা হয়।
আটক মাইকেল দাশ আলীকদম সদর ইউনিয়নে ২নং ওয়ার্ডের বাজারপাড়া গ্রামের ২নং ওয়ার্ডের কাপড় ব্যবসায়ী মানিক দাশের ছেলে।
র্যাব-১৫ সিনিয়র এএসপি আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম বাজারের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা ব্যাগের ভিতরে তল্লাশি করে ৯ হাজার ৭শ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ৫৫ হাজার টাকা।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন সরকার জানান, থানায় আসামিকে হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।













