পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলায় মাদকের বিরুদ্ধে এক সফল অভিযান পরিচালনা করেছে আলীকদম সেনা জোন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আমতলী মধ্যপাড়া এলাকায় পরিচালিত এই বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, আলীকদম সেনা জোনের জোনাল অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসিরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস বিশেষ টহল দল এই অভিযানটি পরিচালনা করে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে যে, সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমতলী মধ্যপাড়া এলাকায় মাদকের একটি বড় লেনদেন হতে যাচ্ছে। এই তথ্যের সত্যতা যাচাই করে দ্রুত ওই এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী।
অভিযান চলাকালে মো. ফোরকান (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ফোরকান একই এলাকার সুলতান আহমেদের ছেলে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ ও হেফাজতে থাকা মালামাল তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে মোট ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
জানা গেছে, উদ্ধারকৃত এই ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা।
আটককৃত মাদক কারবারি ফোরকান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। অভিযানের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বিকেলেই উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
আলীকদম সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি বজায় রাখার পাশাপাশি মাদক পাচার, অস্ত্র চোরাচালান ও যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে সেনাবাহিনী সর্বদা তৎপর রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি মাদকমুক্ত সমাজ গড়তে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সেনা জোন থেকে আরও জানা যায়, গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে মাদক সিন্ডিকেটগুলোকে সমূলে উৎপাটন করাই তাদের লক্ষ্য।
এই অভিযানের ফলে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষ সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।













