৪ ডিসেম্বর ২০২৫

আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি’র অর্থায়নে দূর্গম বুলুপাড়ায় প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা

বান্দরবানের আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি’র উদ্যোগ ও অর্থায়নে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দূর্গম বুলুপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তরক্ষায় আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি দীর্ঘদিন ধরে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনেও ব্যাটালিয়নটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে অপারেশন উত্তরণ এর আওতায় পাহাড়ি নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, বিনামূল্যে চিকিৎসা সেবা, আর্থিক অনুদান, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র সরবরাহ এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা প্রদান করে আসছে বিজিবি।

এছাড়াও সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলোর নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন সময় মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে আলীকদম ব্যাটালিয়ন।

এরই ধারাবাহিকতায় বুলুপাড়ায় নবনির্মিত প্রাথমিক বিদ্যালয়টি আজ মঙ্গলবার উদ্বোধন করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী।

উদ্বোধন শেষে তিনি বিদ্যালয়ের ৪০–৫০ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক শিক্ষা সামগ্রী বই, খাতা, কলম, পেন্সিল, রাবারসহ প্রয়োজনীয় উপকরণ এবং বিস্কুট ও চকলেট বিতরণ করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ