বাংলাধারা প্রতিবেদন»
আজ বিশ্ব আলোকচিত্র দিবস। এমন দিনে বিদায় নিলেন চট্টগ্রামের আলোকচিত্রী সাংবাদিক দিদারুল আলম।
দিদারুল আলম ছিলেন একাধারে আলোকচিত্রী ছিলেন ছাত্র নেতা যিনি মননে লালন করতেন মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম।
তিনি ছিলেন চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোশিয়েসনের সভাপতি এবং চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য। তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরোর আলোকচিত্র সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। ২৮ দিন আগে তিনি করোনা আক্রান্ত হলেও করোনা থেকে সেরে উঠেছিলেন।
তবে বুধবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে তিনি জ্ঞান হারান। এরপর তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেল চারটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
আলোকচিত্রী হিসেবে এমন দিনে মৃত্যু ভাগ্যের বিষয়। বাংলাধারা পরিবার তাঁর এই বিদায়ে শোকাহত।
বাংলাধারা/এফএস/এফএস













