২৯ অক্টোবর ২০২৫

আল্লামা তাহের শাহ’র (ম.জি.আ.) সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নওফেল

চট্টগ্রামে ৫১তম জশনে জুলুস উপলক্ষে উপমহাদেশের বিখ্যাত অলি ও দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের সাজ্জাদানশিন আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহকে (ম.জি.আ.) ফুলেল শুভেচ্ছা জানিয়ে দোয়া চাইলেন শিক্ষা-উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে আল্লামা তাহের শাহ ও সাবির শাহ (ম.জি.আ.) ও সাহেবজাদা মুহাম্মদ কাসেম শাহ্’র (ম.জি.আ.) সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষা উপমন্ত্রী।

সাক্ষাৎকালে আল্লামা তাহের শাহ (ম.জি.আ) মুসলিম উম্মার শান্তি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন। এসময় সাথে ছিলেন শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

আরও পড়ুন