২৫ অক্টোবর ২০২৫

আল্লামা শফি সুস্থ, ফিরেছেন মাদ্রাসায়

বাংলাধারা প্রতিবেদন »

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও চট্টগ্রামের দারুল উলূম মঈনুল ইসলামের মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি সুস্থ হয়ে আবারও মাদ্রাসায় ফিরেছেন।

সোমবার (১৫ জুন) বিকেলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর বলেন, আল্লামা শফি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হয়েছেন। উনাকে আজকে বেলা ২টার দিকে ছাড়পত্র দেওয়া হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহী জানান, বড় হুজুর (আহমদ শফী) সুস্থ হয়ে হাসপাতাল থেকে বিকেল ৪টার দিকে মাদ্রাসায় ফিরেছেন।

এদিকে টানা ৮ দিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হলে আজ সোমবার তাঁকে ছাড়পত্র দেয় হাসপাতাল। হাসপাতাল থেকে সরাসরি তিনি ফেরেন চট্টগ্রাম জেলার হাটহাজারী বড় মাদরাসায়।

গত ৭ জুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ডাক্তারদের তত্ত্বাবধানে আইসিইউতে নিবিড় চিকিৎসায় থেকে তিনি সুস্থ হয়ে ওঠেন। আল্লামা শাহ আহমদ শফি কফের সমস্যাসহ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, হরমোনের সমস্যা, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। তাকে নাকে নলের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে কিছুদিন ধরে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন