৪ নভেম্বর ২০২৫

আল্লামা হাশেমীর মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রীর শোক

বাংলাধারা প্রতিবেদন »

আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ’র চেয়ারম্যান, ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঙ্গলবার (২ জুন) সকালে আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমীর মৃত্যুতে শোক প্রকাশ করেন উপমন্ত্রী তাঁর ফেসবুক পেইজে।

শিক্ষা উপমন্ত্রী এই আলেমে দ্বীনের মৃত্যুতে শোক প্রকাশ করে স্ট্যাটাসে লিখেন, ‘উপমহাদেশের শীর্ষস্থানীয় সর্বজন শ্রদ্ধেয় ইসলামী ব্যক্তিত্ব, পীরে কামেল, আল্লামা মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী ছাহেব কেবলা (মুদ্দাজিল্লুহুল আলী) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

জানা গেছে, আজ মঙ্গলবার (২ জুন) ভোর ৫টার দিকে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শনিবার (৩০ মে) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে এনে আইসিইউতে রাখা হয়েছিল।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন