বাংলাধারা প্রতিবেদন »
করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মহান আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে গিয়ে সংকীর্ণতা পরিহার করে মানবিক হয়ে আশরাফুল মাখলুকাত মানুষ, মহান আল্লাহর সৃষ্টি ও সকলের জন্য উদার হৃদয়ে দোয়া চাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শুক্রবার (২২ মে) নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সকলের প্রতি মানবিক হওয়ার এমন উপদেশমূলক বার্তা দেন উপমন্ত্রী।
মহান আল্লাহর কাছে দোয়া চাইতে গিয়ে অনেকের অনুদার হওয়ার কথা উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী তাঁর ফেসবুকে লিখেছেন, ‘যখন দোয়া, মোনাজাত ধরি, একটি কথা প্রায় শুনি, “হে আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের তুমি ভালো রাখো”। কি ভয়াবহ সংকীর্ণতা! মহান আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে গিয়েও কেন আমরা এত অনুদার?’
নওফেল বলেন, ‘ন্যূনতম যুক্তি দিয়েও যদি আমরা চিন্তা করি পৃথিবীতে শুধু মুসলমানেরা কিভাবে ভালো থাকবে, যখন তারা সকল ধর্মের সাথেই বাস করেন? করোনার কভিড-১৯ কি পারবে শুধু মুসলমান বাচিয়ে আরেক ধর্মাবলম্বীদের সংক্রমণ করতে?’
যুদ্ধবিগ্রহ, সহিংসতা, প্রানহানিকর যা কিছু আছে তা থেকে কি শুধুই ধর্মের ভিত্তিতে আমরা কখনও রক্ষা পাই? এই ধরনের দোয়া মোনাজাত ইদানীং আমাদের একটা অভ্যাসে পরিণত হচ্ছে। এমনকি যারা আমরা জনপ্রতিনিধি হিসেবে আছি, তারাও এই সংকীর্ণতায় প্রায় দুষ্ট। আশরাফুল মাখলুকাত মানুষ, স্রষ্টার কাছে দোয়া তার সৃষ্টির জন্য চাইবো, সকলের জন্য চাইবো।’
‘এই ধরনের মোনাজাতের পিছনে কোনো ধর্মীয় যুক্তি আমি আজও শুনিনাই, আছে বলেও মনে হয় না। যার যার ধর্ম সে সে পালন করবেন, কিন্তু আমি নিজে দোয়া চাইতে, আল্লাহপাকের রহমত নাজিল হতে বলতে, কেন এত কার্পণ্য দেখাবো? সারা পৃথিবীর উপর নাযিল হওয়া এই ভাইরাসও কি আমাদের উদার হতে শেখায় না?’
দোয়া নিয়ে বাঙালি মুসলমানের দৈন্যতার কথা উল্লেখ করে লিখনে, ‘আমাদের বাঙালি মুসলমানের মধ্যেই এই দৈন্যতা একটু বেশি বলে মনে হয়। মহান আল্লাহপাক আমাদের হেদায়েত দিক। পৃথিবীর সকল মানুষ, সকল জীব, মহান আল্লাহর রহমত লাভ করুক। আমিন।’
বাংলাধারা/এফএস/টিএম/এএ













