১০ ডিসেম্বর ২০২৫

আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ২০০ পিস পিপিই দিল সিএমপি

বাংলাধারা প্রতিবেদন »  

আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ২০০পিস পিপিই প্রদান করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (১৯ মে) ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দিনের কাছে ২০০ পিস পিপিই হস্তান্তর করেন সিএমপি কমিশনার মাহাবুবর রহমান।

আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধ সহ আক্রান্ত রোগীদের জন্য বিভিন্ন ধরনের মানবিক কাজ পরিচালনা করে থাকেন। এছাড়া মৃত ব্যক্তিদের দাফন-কাফনের বিষয়ে ও তাঁরা সহযোগিতা করেন।তাদের কর্মীদের নিরাপত্তার জন্য মহানগর কমিউনিটি পুলিশের পক্ষ থেকে এই পিপিই প্রদান করা হয়।

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন