২৩ অক্টোবর ২০২৫

আসছে তান্ডব , দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান

দেশজুড়ে আবহাওয়া পরিস্থিতি নিয়ে নয়, এবার ভয়াবহ দুর্যোগের পূর্বাভাস এসেছে চলচ্চিত্র জগৎ থেকে। সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তাণ্ডব’-এর ফোরকাস্ট প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে শোরগোল।

১ মিনিট ৪১ সেকেন্ড দৈর্ঘ্যের এই পূর্বাভাসের শুরুতেই দেওয়া হয়েছে সতর্কবার্তা তাপমাত্রা ও বাতাসের গতি অস্বাভাবিকভাবে বাড়তে পারে, এমনকি আসতে পারে ‘মহাবিপদ সংকেত’। দেশবাসীকে যার যার অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। কারণ, শুরু হতে চলেছে ‘তাণ্ডব’!

পরিচালক রায়হান রাফী ও শাকিব খান দ্বিতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন, এমন ঘোষণার পর থেকেই সিনেমা প্রেমীদের মধ্যে আগ্রহের পারদ চড়তে শুরু করে। প্রথম চমক আসে ‘তাণ্ডব’-এর ফার্স্টলুক পোস্টারে। আগুনের শিখা মেখে হেঁটে আসা শাকিব খানের লুকই জানিয়ে দিয়েছিল এবার কিছু ভিন্ন ঘটতে চলেছে।

রোববার (১৮ মে) দুপুরে প্রকাশিত হলো কোরবানি ঈদে মুক্তি প্রতীক্ষিত এই সিনেমার ফোরকাস্ট। এতে শাকিব খানের ভিন্ন এক অবতারে আবির্ভাব, নতুন ঢংয়ে দৃশ্যায়ন আর রহস্যময় উপস্থাপন উত্তাল করে তুলেছে অনলাইন দুনিয়াকে। দর্শক-ভক্তদের উন্মাদনায় স্পষ্ট, দেশে ‘তাণ্ডব সিজন’ শুরু হয়ে গেছে।

ফোরকাস্টে এক ঝলকে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। পরিপাটি পোশাক, হাতে অস্ত্র, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, সবমিলিয়ে এক রহস্যময় আবহ তৈরি করেন তিনি। যদিও তার চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বড় চমক তৈরি করেছে ‘মাঙ্কি মাস্ক’—শাকিব খানসহ আরও অনেককে এই মুখোশ পরে দেখা গেছে টিজারে। কেন এই মাস্ক ব্যবহার, তা জানার জন্য অপেক্ষা করতে হবে পুরো সিনেমা দেখা পর্যন্ত। পরিচালক রায়হান রাফী বলেন, “আমরা এটাকে বলছি ফোরকাস্ট, কারণ প্রকৃতিতে ‘তাণ্ডব’ উঠতে যাচ্ছে।”

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে থাকছেন সাবিলা নূর। আরও অভিনয় করছেন এফএস নাঈম, আফজাল হোসেন, রোজি সিদ্দিকীসহ অনেকে। বাকি শিল্পীদের নাম খুব শিগগিরই প্রকাশ করবে প্রযোজনা সংস্থা।

‘তাণ্ডব’ যে শুধু একটি সিনেমা নয়, বরং একটি ঘটনার জন্ম দিতে যাচ্ছে তা বুঝিয়ে দিল এই ফোরকাস্ট। এখন অপেক্ষা ঈদে প্রকৃত ‘তাণ্ডব’ দেখার।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন