বাংলাধারা প্রতিবেদন »
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আসন্ন ঈদুল আজহাতে সীমিত পরিসরে ট্রেন চললেও টিকিট বিক্রি হবে শুধুমাত্র অনলাইনে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের রেলমন্ত্রী বলেন, ঈদের আগে শুধু অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি করা হবে। করোনা সংক্রমণ এড়াতে ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কিছু রেল চলবে। টিকিটবিহীন কোনো যাত্রী যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই রেলের, চলবে স্বাস্থ্যবিধি মেনেই।
নুরুল ইসলাম সুজন বলেন, ঢাকা বিমানবন্দর, গাজীপুর, জয়দেবপুর, টঙ্গীসহ কয়েকটি স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা হবে। টিকেট ছাড়া যাত্রীরা যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে সেজন্য দেশের বড় স্টেশনগুলোতে নিয়ন্ত্রণ বেড়া (এক্সেস কন্ট্রোল) দেয়ার প্রকল্পের কাজ চলছে।
এ সময় মন্ত্রী বিমান বন্দর রেল স্টেশনের প্ল্যাটফর্ম সংস্কার কাজ ও স্টেশনের সীমানা ঘেরার নির্মাণ কাজ পরিদর্শন করেন। স্টেশনটিতে প্লাটফর্মের ও ট্রেনের উচ্চতার সাথে সমন্বয় করার কাজ চলছে।
বাংলাধারা/এফএস/টিএম













