৩০ অক্টোবর ২০২৫

আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে সীতাকুণ্ড বিএনপির সভা

সীতাকুণ্ড প্রতিনিধি »

সীতাকুণ্ড উপজেলা বিএনপির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সদস্য, সাবেক সদস্য সচিব গাজী মো. সুজা উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সীতাকুন্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিনের সঞ্চালনায় সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। সাথে দীর্ঘ ৭ বছর যাবত কারাগারে বন্দী বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর মুক্তির দাবি জানান নেতৃবৃন্দ। আসলাম চৌধুরীকে অনতিবিলম্বে মুক্তি না দিলে সীতাকুণ্ডের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আরো জোড়ালো আন্দোলন গড়ে তুলা হবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

সাংগঠনিক বিষয়গুলোকে আরো জোরদার করতে এবং সংগঠনকে আরো গতিশীল করতে বিস্তারিত আলোচনা করা হয় এ সভায়।

শুক্রবার (২০ মে) বিকাল ৪ টায় বার আউলিয়া এালাকায় অনুষ্ঠিত আহবায়ক কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য কাজী মো. সালাহ উদ্দিন, সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মো. দিদার মাহমুদ চৌধুরী, জয়নাল আবেদীন দুলাল, কাউন্সিলর শামসুল আলম আজাদ, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালে আহম্মেদ সলু, উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব বদিউল আলম বদরুল, বিএনপি নেতা মো. সামছুদ্দোহা, কাজী এনাম, সালামত উল্লাহ, মো. রবিউল হক, আলী নেওয়াজ মামুন, মো. মহিউদ্দিন,বাবুল মেম্বার, মো. নেজাম, মো. মনির, মো. ইদ্রিস মিয়া, মো. হেলাল মেম্বার, মো জাফর ভুঁইয়া, মো. সরওয়ার, তাহের মেম্বার, মো জাহাঙ্গীর, মহিন উদ্দিন, মোঃ লোকমান হাকিম, সফি সওদাগর, নুরুল ইসলাম মেম্বার, সাহেদুল হক, শহিদুল্লাহ মেম্বার, আলমগীর মেম্বার, শেখ সাহাবউদ্দিন, মো. ইদ্রিস,মামুন মেম্বার, উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম মেম্বার, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী মো. সেলিম উদ্দিন, যুবদল নেতা ফিরোজুল আলম, নুরুন্নবী সালাম, সেলিম মাহমুদ, রবিউল মেম্বার, ছাত্রনেতা জাবেদ, সানি, টিটু, শাহাদাৎ হোসেন প্রমুখ।

আরও পড়ুন