বাংলাধারা প্রতিবেদক
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে আহতদের খোঁজ-খবর নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ছুটে গেলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট।
সোমবার (৬ জুন) সকালে তিনি চমেক হাসপাতালে হতাহতদের দেখতে পরিদর্শনে যান। এসময় তিনি বার্ন ইউনিটে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি সৃষ্ট মানবিক সংকটে এগিয়ে আসায় জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চট্টগ্রাম মেডিকেলের হৃদয় বিদারক দৃশ্যের কথা শেয়ার করেছেন। তিনি স্ট্যাটাসে লিখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে আহতদের দেখতে গিয়েছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কি এক মর্মান্তিক হৃদয় বিদারক দৃশ্য। হাসপাতালজুড়ে শোকের মাতম। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া এতো এতো মানুষ, তাদের আত্মীয়-স্বজন, চট্টগ্রামবাসী সবাই যেন একই বেদনায় কাতর।
একদিকে আহতদের বাঁচার আহাজারি, অন্যদিকে নিহত পরিবারের লাসের সন্ধান মনুষত্বের চরম দৈর্য্য পরীক্ষায় অবতীর্ণ হলাম।’
এলিট লিখেন, ‘এতো কিছুর মাঝেও ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিরলস স্বেচ্ছাশ্রম, চট্টগ্রামবাসীর সহযোগিতার হাত, নিজের শরীরের রক্ত দিতে ছাত্র-যুবাদের প্রস্তুতি শোককে কিছুটা সাহসে রুপান্তরিত করেছে। সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া সকলের এমন মানবিক সহযোগিতায় আহতরা দ্রুত সুস্থ্য হয়ে ফিরুক প্রিয়জনের কাছে।’













