বাংলাধারা প্রতিবেদক »
স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ডের সাক্ষী হলো চট্টগ্রামবাসী। রাতভর আর্তনাদে ভারি হয়েছে মেডিকেলের আকাশ বাতাস। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠেছে ভাটিয়ারীসহ ডিপোর চারপাশ। অগ্নিনির্বাপণ কর্মীদের কঠোর চেষ্টায় ১৬-১৭ ঘন্টা পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ঘটনার পর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীসহ বিভিন্ন সেচ্ছাসেবক টিম। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চট্টগ্রাম মেডিকেলে বিশেষ সেচ্ছাসেবক টিম রাত থেকে নিয়োগ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এবং রামপুর ওর্য়াড থেকে নির্বাচিত কাউন্সিলর আব্দুর সবুর লিটন। এছাড়া সার্বক্ষণিক তদারকির পাশাপাশি খাবার এবং ঔষধ সরবরাহ করেন তিনি।
প্যানেল মেয়র আব্দুর সবুর লিটন বলেন, চট্টগ্রাম মেডিকেলে যতক্ষণ প্রয়োজন আমাদের সেচ্ছাসেবক টিম নিয়োগ থাকবে। যত সহযোগিতার প্রয়োজনে আমি করে যাবো। তিনি আরো মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেলের নির্দেশক্রমে আমরা সার্বক্ষনিক তদারকি করছি।













