আহলে-হাদীস আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম সাংগঠনিক জেলার উদ্যোগে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) হালিশহর বি ডি আর মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে সম্মেলনে চট্টগ্রাম জেলা সভাপতি হাফেজ মোহাম্মদ শেখ সাদির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সাবেক প্রফেসর ডঃ মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ।
এতে আরও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়খ আমানুল্লাহ মাদানী,শায়খ জাহাঙ্গীর আলম ইসলাহী,ডঃ আহমেদ আবদুল্লাহ ছাকিব,ডঃ মুহাম্মদ শাখাওয়াত হোসেন,ডা শওকত হাসান,জামশেদ মজুমদার, আরজু হোসাইন সাব্বির প্রমুখগণ।
এসময় আলোচকগন তাদের আলোচনায় পিতা-মাতার হক এবং সর্বক্ষেত্রে সর্বশেষ রাসুল মোহাম্মদ ছঃ এর অনুসরণ এর প্রতি গুরুত্বারোপ করেন এবং মুসলিম উম্মাহর ঐক্য এর একমাত্র মানদণ্ড হলো পবিত্র কুরআন ও বিশুদ্ধ হাদীসের অনুসারনের মাধ্যমে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী খেলাফত এবং এই বিষয়ে ওলামায়েকেরামের ঐক্যর আহবান জানান।













