১ নভেম্বর ২০২৫

আড়াই ঘণ্টায় ৫ ভোট!

বাংলাধারা ডেস্ক »  

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে উত্তরা মডেল টাউন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। সকাল থেকে কোনো ধরনের উত্তাপ ছাড়াই ভোটগ্রহণ করা হচ্ছে। কয়েকটি কেন্দ্র ঘুরে এই দৃশ্য দেখা গেছে।

তবে এলাকা শান্তিপূর্ণ থাকলেও ভোটগ্রহণ হয়নি আশানুরূপ। ১ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র আই.ই.এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট শুরুর প্রথম আড়াই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৫টি। ওই বুথে ভোটার সংখ্যা ৪১৯ জন।

আই.ই.এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার জানান, আশা করছি বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভোটার সংখ্যা ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন এবং নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। উত্তরে মোট ভোটকেন্দ্রে ১ হাজার ৩১৮টি। মোট সাধারণ ওয়ার্ড ৫৪টি ও সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ১৮টি। এছাড়াও ভোটকক্ষ রয়েছে ৭৫৪টি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ