বাংলাধারা প্রতিবেদন »
পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড বিদায়ী অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানু-মার্চ, ২০২০) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯১ টাকা। যা গত বছরের একই প্রান্তিকে ছিল ০.৮৭ টাকা।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, আর অর্থবছরের প্রথম ৯ মাসে অর্থাৎ জুলাই’১৯ পর্যন্ত মার্চ’২০ পর্যন্ত তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৬৪ টাকা। গত বছর এই ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৬ টাকা।
এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬০.১০ টাকা। যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ৫৬.৯৫ টাকা।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













