আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম ১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের আওয়ামী লীগের (নৌকা) মনোনীত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রথম নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের একাধিক মোবাইল চুরির ঘটনা ঘটেছে। এসময় জনসভা থেকে মোবাইল চোর চক্রের ২ জনকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে উপজেলার আবদুল জলিল চৌধুরী স্কুল মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী জনসভা থেকে এদেরকে আটক করা হয়।
আটককৃত চোর চক্রের সদস্যরা হলো—ফেনী জেলা দাগনভূঞা থানা রাজাপুর গ্রাম মোল্লা বাড়ি এলাকার নুরুল ইসলাম ছেলে মোঃ সুমন (২৪) ও চট্টগ্রাম নগরীর ডাবলমুরিং থানা ২৮ নং ওয়ার্ড হাজী ইয়াছিন লাইন গলির মৃত মোতালেব হোসেনের ছেলে বেলাল (৪০)।
জনসভা থেকে মোবাইল চোরদের আটকের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহির হোসেন বলেন, জনসভা থেকে মোবাইল চুরির দায়ে দু’জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা নগরের বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে ঠিকাদার হিসেবে একসময় কাজ করতো। পরবর্তীতে চাকরিচ্যুত হলে তারা অপকর্মে লিপ্ত হয়। এ পর্যন্ত জনসভা থেকে চারটি মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে আটক ব্যক্তিদের থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলেও জানান।













