১৭ ডিসেম্বর ২০২৫

আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন চবির সাবেক ছাত্রলীগ নেতা কাওসার

বাংলাধারা প্রতিবেদন »

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ছাত্রলীগ নেতা মোয়াজ্জেম হোসেন কাওসার।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন হাই কমিশনার ড. সাইদুর রহমান খানকে চেয়ারম্যান এবং জ্বালানী বিশেষজ্ঞ ড. সেলিম মাহমুদকে সদস্য সচিব করে গত ১৮ ফেব্রুয়ারি এই উপ-কমিটি অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য বিষয়ে বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ও রাষ্ট্রীয় কর্মপরিকল্পনাসমূহ বাস্তবায়ন এবং আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতা টেকসই করার লক্ষ্যে দলকে তথ্য-উপাত্ত ও গবেষণা কর্মের মাধ্যমে সর্বতোভাবে সহায়তা করাই আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির কাজ।

মোয়াজ্জেম হোসেন কাওসার নোয়াখালীর চাটখিল পৌরসভার ১নং ওয়ার্ডের আবুল খায়েরের ছেলে। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজে পড়াশোনা শেষে ১৯৯৪-৯৫ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হয়েই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। পরবর্তীতে সক্রিয়ভাবে জামায়াত-শিবির বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন।

এছাড়া, মোয়াজ্জেম হোসেন কাওসার ২০০৪ সালে ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার পূর্ব-পরবর্তী সময়ে এবং এক-এগারোতে শেখ হাসিনার মুক্তির দাবিতে ও বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বর্তমানে নোয়াখালী আওয়ামী লীগ রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ