২৪ অক্টোবর ২০২৫

আ.লীগের নতুন কমিটিতে বাদ পড়লেন যারা

বাংলাধারা ডেস্ক »

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে ঘোষিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে বিদায়ী কমিটির পাঁচ নেতাকে বাদ দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নতুন কমিটি ঘোষণা করেন দলের সভাপতি শেখ হাসিনা।

নতুন কার্যনির্বাহী সংসদে ঠাঁই হয়নি আগের কমিটির সভাপতিমণ্ডলীর তিন সদস্য রমেশ চন্দ্র সেন, নুরুল ইসলাম নাহিদ ও আব্দুল মান্নান খান; সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ এবং শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।

চট্টগ্রামের ৫ নেতা আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, রমেশ চন্দ্র বয়সের ভারে রাজনীতিতে কম সক্রিয়। তিনি অবশ্য বর্তমান কমিটির জাতীয় কমিটি ও উপদেষ্টা পরিষদে আছেন। নুরুল ইসলাম নাহিদ দলে একেবারেই নিষ্ক্রিয়। শিক্ষামন্ত্রী হিসেবে নানা কারণে বিতর্কিত হওয়ার পর দলে সভাপতিমণ্ডলীর সদস্য পদ পেলেও তাকে রাজনীতিতে তেমন সক্রিয় হতে দেখা যায়নি। অবশ্য বর্তমান কমিটির উপদেষ্টা পরিষদে তিনি আছেন। শারীরিকভাবে অনেক দিন থেকেই অসুস্থ। উপদেষ্টা পরিষদে তিনিও আছেন।

শেখ হাসিনাই ফের আ.লীগের সভাপতি, সম্পাদক পদে কাদেরের হ্যাট্রিক

হারুনুর রশীদ যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে তেমন কোন তৎপরতা দেখাতে পারেননি। অন্যদিকে হাবিবুর রহমান সিরাজ দীর্ঘ দিন থেকে একই পদে আছেন। তারা দুজনেই উপদেষ্টা পরিষদে ঠাঁই পেয়েছেন।

রমেশ চন্দ্র বয়সের ভারে রাজনীতিতে কম সক্রিয়। তিনি অবশ্য বর্তমান কমিটির জাতীয় কমিটি ও উপদেষ্টা পরিষদে আছেন। নুরুল ইসলাম নাহিদ দলে একেবারেই নিষ্ক্রিয়। শিক্ষামন্ত্রী হিসেবে নানা কারণে বিতর্কিত হওয়ার পর দলে সভাপতিমণ্ডলীর সদস্য পদ পেলেও তাকে রাজনীতিতে তেমন সক্রিয় হতে দেখা যায়নি। অবশ্য বর্তমান কমিটির উপদেষ্টা পদে তিনি আছেন।

আবদুল মান্নান খান শারীরিকভাবে অনেকদিন ধরেই অসুস্থ। উপদেষ্টা পরিষদে আছেন তিনিও। হারুনুর রশীদ যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে তেমন কোনো তৎপরতা দেখাতে পারেননি। অন্যদিকে হাবিবুর রহমান সিরাজ দীর্ঘদিন ধরে একই পদে আছেন। তারা দুজনেই উপদেষ্টা পরিষদে ঠাঁই পেয়েছেন।

আরও পড়ুন