৩০ অক্টোবর ২০২৫

আ.লীগের নতুন সভাপতিমণ্ডলীর প্রথম সভা ২৪ ডিসেম্বর

বাংলাধারা প্রতিবেদন »

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের পর দলটির নতুন ঘোষিত সভাপতিমণ্ডলীর প্রথম সভা আগামী মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি জানান, ২১তম সম্মেলনের পর এটিই হবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রথম সভা। নতুন কমিটির করণীয়সহ দলীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে বৈঠকে। আওয়ামী লীগের দপ্তরের কর্মকর্তাও উপস্থিত থাকবেন এই সভায়।

এর আগে ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুননির্বাচিত হয়েছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন