২৮ অক্টোবর ২০২৫

ইংল্যান্ড সিরিজের আগেই টাইগাররা পাচ্ছেন নতুন কোচ

ক্রীড়া ডেস্ক »

সাত বছর পর টাইগারদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই সিরিজের দুই মাস আগে টাইগারদের হেড কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন রাসেল ডমিঙ্গো। ফলে তামিম-সাকিবদের নতুন কোচ কে হবেন তা নিয়ে চলছে আলোচনা। তবে শিগগিরই টাইগারদের এই খরা কাটছে। বিসিবি জানিয়েছে, ইংল্যান্ড সিরিজের আগেই নতুন কোচ পেতে চলেছেন সাকিবরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান মোহাম্মদ জালাল ইউনুস এ তথ্য জানিয়ে বলেন, কোচ হিসেবে যাদের সাথে আলাপ করছে বিসিবি তাদের মধ্য থেকেই একজন ইংল্যান্ড সিরিজের আগে হেড কোচের দায়িত্ব নিবেন।

তিনি আরও বলেন, ‘ইংল্যান্ড সিরিজের আগে এখন যাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে, তাদের মধ্যেই কেউ একজন হয়তো দায়িত্ব নেবে। এখনও চূড়ান্ত না হওয়া পর্যন্ত নাম প্রকাশ করতে পারছি না। আগে চূড়ান্ত হোক, তারপর প্রকাশ করব।’

একই সাথে এবার তিন ফরম্যাটের জন্য দুই কোচ নিয়োগের পরিকল্পনাও রয়েছে বিসিবির। সেই সঙ্গে ক্রিকেটের উন্নতির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার কথাও জানান বোর্ডের এই পরিচালক।

তিনি বলেন, ‘এবার হয়তো দুজন কোচকে দেখা যাবে। টি-টোয়েন্টির জন‍্য একজন এবং টেস্ট ও ওয়ানডের জন‍্য আরেকজন কোচ। আমাদের আগেই প্ল্যান ছিল টি-টোয়েন্টিতে আলাদা কোচ রাখব। বোর্ড প্রেসিডেন্টও আগে এটা বলেছেন।’

এ ছাড়া রাসেল ডমিঙ্গোর পদত্যাগ নিয়ে জালাল ইউনুস জানান, তিনি পদত্যাগ করেছেন, এটা ঠিক আছে। তবে পদত্যাগের কোনো কারণ দেখাননি। তিনি বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন, বোর্ড তাকে যে সাপোর্ট দিয়েছে এর জন্য। এখন চুক্তি অনুযায়ী তার সঙ্গে সব ক্লোজ করা হবে।

আরও পড়ুন