নওগাঁ সংবাদদাতা »
দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদে ও হামলায় জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে তাঁর গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুরে মানববন্ধন হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) মহাদেবপুর উপজেলা সদরের মাছ চত্বরে মহাদেবপুরবাসী ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহাদেবপুর অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক ও সংস্কৃতিকর্মী ওবায়দুল হক।
এতে বক্তব্য দেন মহাদেবপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, মহাদেবপুর বণিক সভাপতি মনিরুল হক, স্থানীয় বাসিন্দা রাজু আহমেদ, জাহাঙ্গীর আলম, গোলাম কাওসার প্রমুখ।
জানা যায়, দুর্বৃত্তদের হামলায় আহত ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের বাবার বাড়ি মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ দুলালপাড়া গ্রামে। তাঁর ওপর হামলার প্রতিবাদে শনিবার দুপুর ১২টায় মানববন্ধনের আয়োজন করা হয়।
বাংলাধারা/এফএস/এএ













