২৪ অক্টোবর ২০২৫

ইউএসটিসি’তে ̔সাসটেইনেবল ডেভেলপমেন্ট এন্ড রানিং মেগা প্রজেক্ট ইন চিটাগং’ ওয়েবনিয়ার

বাংলাধারা ডেস্ক »

ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি)’তে ̔সাসটেইনেবল ডেভেলপমেন্ট এন্ড রানিং মেগা প্রজেক্ট ইন চিটাগাং’-শীর্ষক এক ওয়েবনিয়ার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টায় ইউএসটিসি’র উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আইকিউএসি’র সহকারী পরিচালক ড. শুভ্র প্রকাশ দত্তের অনুষ্ঠিত হয়।

ওয়েবনিয়ারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ান ফেডারেশনের কনসাল জেনারেল ও আইএবি চিটাগাং চ্যাপ্টারের চেয়ারম্যান আশিক ইমরান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএসটিসির প্রো-ভিসি প্রফেসর ড. নুরুল আবছার, আইএএইচএস-এর অধ্যক্ষ প্রফেসর ডা. এএমএম এহতেশামুল হক এবং আইকিউএসি’র পরিচালক ড. সৈয়দ আলী ফজল।

সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল ২০৩০-এর প্রতিলক্ষ্য রেখে বাংলাদেশ সরকার সারাদেশের পাশাপাশি চট্টগ্রামেও বেশ কয়েকটি মেগা প্রকল্প গ্রহণ করেছেন। সকল বাস্তবায়নকারী সংস্থা এবং অন্যান্য সহযোগী সংস্থার ভিতর উপযুক্ত ও কার্যকরী সমন্বয়, যথাযথ পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্য দিয়েই কেবলমাত্র এইসব মেগা প্রকল্পের সুফল দেশ ও জাতিকে শক্তিশালী করতে পারে। এই সমস্ত মেগা প্রকল্পের দিকে লক্ষ্য রেখে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) একবিংশ শতাব্দির এবং চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলবে বলে সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

ওয়েবনিয়ারে ইউএসটিসি, আইএএইচএস ও বিবিএমএইচ-এর সকল শিক্ষক, চিকিৎসক ও শিক্ষাথীবৃন্দ যোগদান করেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন