বাংলাধারা প্রতিবেদন »
বেসরকারি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) একটি বহুতল ভবন গুঁড়িয়ে দিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। নগরের খুলশী থানাধীন গয়নার ছড়া খাল দখল করে গড়ে তোলা হয়েছিল ভবনটি।
বুধবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে বহুতল ওই ভবনটি ভাঙার কাজ শুরু করে সিডিএ কর্তৃপক্ষ।
সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম।
সিডিএ সূত্র জানায়, ইউএসটিসি ১৬ তলা ভবনের অনুমোদন নেয়। কিন্তু তারা ১৬ তলার বদলে ১৮ তলা ভবন করে। এ ছাড়া তারা নগরের গয়নাছড়া খালের জায়গা দখল করে নকশাবহির্ভূতভাবে ভবনটির একটি অংশ নির্মাণ করে, যা অবৈধ।
১৮ তলা ভবনটি বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল অনুষদ হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন গণমাধ্যমকে বলেন, ভবনটি নির্মাণের ক্ষেত্রে ইউএসটিসি কর্তৃপক্ষ অনিয়ম করেছে। তারা ভবনের একটি অংশ খালের ওপর নির্মাণ করেছে। আবার নকশা অনুযায়ী ভবনটি নির্মাণ করা হয়নি। তাই ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হচ্ছে।
অভিযানের বিষয়ে বক্তব্য জানার জন্য ঘটনাস্থলে ইউএসটিসি কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।
সিডিএ সূত্র জানায়, ১৩ হাজার বর্গফুট আয়তনের মধ্যে অবৈধ ৪ হাজার বর্গফুট ভেঙে ফেলা হবে। এ ছাড়া ভবনটির অবৈধ দুটি তলাও ভেঙে ফেলা হবে।
বাংলাধারা/এফএস/এআর













