বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের ফটিকছড়ির সন্তান ও ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. রেজাউল করিম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৮টায় মৃত্যুবরণ করেন তিনি।
ইউএসটিসির ভিসি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, অধ্যাপক ডা. রেজাউল করিমের মৃত্যুতে জাতি অনেক বড় মাপের একজন চিকিৎসক হারালো। ইউএসটিসি পরিবার শোকাহত।
ডা. রেজাউল করিম ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, যুক্তরাজ্যের দুটো প্রতিষ্ঠান থেকে দুবার তিনি এফআরসিএস ডিগ্রি অর্জন করেন। এরপর এফআইসিএসও অর্জন করেন।
তিনি ১৯৬৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ১৭ বছর যুক্তরাজ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। তিনি ওয়ানস্টেড হাসপাতালে, হুইপস ক্রস হাসপাতাল, ওল্ড ক্রুজ হাসপাতাল এবং ইংল্যান্ডের বার্মিংহাম জেনারেল হাসপাতাল, প্রিন্স চার্লস হাসপাতাল ও ওয়েলসের ওয়েস্ট ওয়েলস জেনারেল হাসপাতাল এবং গ্লাসগো রয়্যাল ইনফারমারি এবং স্কটল্যান্ডের অ্যাবারডিন শিশু হাসপাতালে কাজ করেছেন।
বাংলাধারা/এফএস/টিএম













