২৬ অক্টোবর ২০২৫

ইউএসটিসি ও ইম্পেরিয়াল হাসপাতালে মিলবে করোনা রোগীর চিকিৎসা

বাংলাধারা প্রতিবেদন »  

জননিরাপত্তা বিভাগ এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের অনুরোধে ইম্পেরিয়াল হাসপাতাল এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালকে (ইউএসটিসি) করোনা রোগের চিকিৎসায় ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়।

এতে বলা হয়, জননিরাপত্তা বিভাগ এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের অনুরোধে ইম্পেরিয়াল হাসপাতাল এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালকে (ইউএসটিসি) করোনা রোগের চিকিৎসায় ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়েছে। হাসপাতাল দু’টিতে চিকিৎসার জন্য প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া যাচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন