বাংলাধারা ডেস্ক »
ইউক্রেনের যে চারটি অঞ্চলে রাশিয়া গণভোট করেছে সে অঞ্চলগুলোকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ঘোষণা করতে যাচ্ছে রাশিয়া।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবারই (৩০ সেপ্টেম্বর) রুশ বাহিনীর দখলে থাকা খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত করবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এর আগে গেল ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর দখলকৃত ইউক্রেনের চার অঞ্চলে গণভোট গ্রহণ করা হয়। এতে বিপুল জয় পাওয়ার দাবি করে রাশিয়া।
মস্কোর দাবি, চার অঞ্চলের বেশিরভাগ মানুষই রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন। তবে, এ ভোট কার্যক্রমের নিন্দা জানিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব।
২০১৪ সালে গণভোটের মাধ্যমে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছিল। ইউক্রেনের ক্ষেত্রেও সে একই কৌশল অবলম্বন করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এমনটি ঘটলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরে যাবে বলে শঙ্কা বাড়ছে।













