১০ নভেম্বর ২০২৫

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা : রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল নয়াদিল্লি

বাংলাধারা ডেস্ক »

ক্রিমিয়া সেতুতে হামলার ঘটনার পর ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন স্থানে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে শহরটি। রাশিয়ার এ ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক উত্তেজনা। ক্ষোভ ও নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বহু দেশ।

সাত মাসের এ যুদ্ধে গত সোমবার ভয়াবহ এ হামলা চালায় রাশিয়া। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু মানুষ।

এ ঘটনায় পশ্চিমা দেশগুলোর মতো এশিয়ার দেশ ভারতও বিবৃতি দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল। তার কয়েক ঘণ্টার মধ্যেই জাতিসংঘে রাশিয়া-বিরোধী প্রস্তাবে ভোট দিল নয়াদিল্লি। খবর: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ