আন্তর্জাতিক ডেস্ক»
ইউক্রেনে দুই পক্ষের গোলাগুলিতে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক আহত এবং তাঁদের বহনকারী গাড়ির চালক নিহত হয়েছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্কের দিকে যাওয়ার সময় এ হতাহতের ঘটনা ঘটে।
রয়টার্স জানিয়েছে, তাদের আলোকচিত্রী আলেকজান্ডার এরমোশেঙ্কো ও ক্যামেরাম্যান পাভেল ক্লিমভ সেভেরোদোনেৎস্কের ১০ কিলোমিটার উত্তরে রুবিজনিয়া শহরের মধ্যবর্তী সড়কে রাশিয়া নিয়ন্ত্রিত অংশে এ হামলার মুখে পড়েন। গুলিতে আহত সাংবাদিকদের রুবিজনিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত গাড়ি চালকের নাম জানা যায়নি।
সম্প্রতি রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চল দখলের লড়াই চালাচ্ছে । এ লড়াইয়ের কৌশলগত গুরুত্বপূর্ন কেন্দ্র উত্তরের ছোট শিল্পশহর সেভেরোদোনেৎস্ক। সেই এলাকায় এই হতাহতের ঘটনাটি ঘটে।













