ফিনিশ সাংবাদিক ইউনিয়নের (ইউজেএফ) নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা ইন্টারন্যাশনাল জার্নালিস্ট নেটওয়ার্ক অব ইউরোপ’র (আই জে এন ই) নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ২টায় হেলসিঙ্কিতে অবস্থিত ইউজেএফ’র প্রধান কার্যালয়ে এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।
এসময় দুটি সংগঠনের নেতৃবৃন্দরা একে অপরের সাথে ফুলেল শুভেচ্ছা এবং স্নারক বিনিময় করেন।
সৌজন্য সাক্ষাতের আলোচনা পর্বে দুটি সংগঠনের মধ্যে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় যৌথভাবে সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা ও প্রদর্শনী আয়োজনের সম্ভাব্যতা নিয়ে কাজ করার ব্যাপারে সম্ভাব্য সকল উপায় খুঁজে বের করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় আইজেএনই’র পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সভাপতি ভূইয়াঁ এন জামান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিন। ফিনল্যান্ডের জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান সাল্লা নাজারেনকো। এডভোকেসি কমিটি প্রধান পেট্রি সাভোলাইনেনসহ ফিনিশ সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।













