২৪ অক্টোবর ২০২৫

ইউরোপ-আমেরিকা প্রেরণের প্রলোভন টাকা হাতিয়ে নেওয়া প্রতারক আটক

বাংলাধারা প্রতিবেদক»

সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী দেওয়া এবং ইউরোপ-আমেরিকা প্রেরণের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারককে পাসপোর্ট, চেকবই, স্বর্ণালঙ্কারসহ আটক করেছে র‍্যাব-৭।

ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকার একটি ব্যাচেলর রুমে অবস্থান করে একটি প্রতারক চক্র সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী দেওয়া এবং ইউরোপ-আমেরিকা প্রেরণের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

র‍্যাব-৭ অধিনায়ক সংবাদ সম্মেলনে জানান, উক্ত অভিযোগের ভিত্তিতে সোমবার রাত ১১ টায় র‍্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালান করে মোঃ শামসুল হকের ছেলে মোঃ মোরশেদ রানা আবির (২৮), থানা- লক্ষীপুর সদর, জেলা- লক্ষীপুরকে তার নামে বিভিন্ন কোম্পানীর ০৬ ভিজিটিং কার্ড, একাধিক ব্যাংকের ০৮টি চেক বই, ০৬ এটিএম কার্ড, বিভিন্ন ব্যক্তির নামীয় ০৮টি পাসপোর্ট, ১০টি স্টাম্প, ০৩টি অঙ্গিকারনামা, ২৫টি এনআইডি কার্ডের ফটোকপি, ৭৫টি ছবি এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ তাকে গ্রেফতার কার হয়।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন