২৫ অক্টোবর ২০২৫

ইজিবাইকের অতিরিক্ত ৫ টাকা ভাড়া না পেয়ে প্রহার; বৃদ্ধের মৃত্যু

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে ইজিবাইকের অতিরিক্ত ৫ টাকা ভাড়া না দেয়ায় বৃদ্ধকে প্রহার করেছেন ইজিবাইক চালক। এতে আহত বৃদ্ধ হাসপাতালে মারা গেছেন। রবিবার (১৩ মার্চ) বিকেলে খুরুশকুলের হামজার ডেইল নামক স্থানে প্রহারে আহত বৃদ্ধ সোমবার (১৪ মার্চ) দুপুরে  চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান।  

নিহত মোহাম্মদ ইউসুফ (৬৫) খুরুশকুল ইউনিয়নের হামজার ডেইল গ্রামের মৃত আবদুল মোনাফের ছেলে। সোমবার মাগরিবের নামাজের পর তাকে দাফন করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ ইউছুফ খুরুশকুল নিচের দোকান নামক স্থান হতে ইজি বাইকে উঠে হামজার ডেইল নামক স্থানে এসে নামেন। নেমে নির্ধারিত ৫ টাকা ভাড়া দেন। এ সময় ওই ইজিবাইক চালক একই এলাকার তারেক রাস্তা ভাঙার অজুহাতে ১০ টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইজিবাইক চালক ক্ষিপ্ত হয়ে বৃদ্ধকে মারধর করলে আহত হয়ে মাটিতে লুটে পড়েন ইউছুফ।স্থানীয়রা বৃদ্ধ ইউসুফকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সদর হাসপাতালের চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান বলে জানিয়েছেন মৃত ইউসুফের ভাতিজা মোহাম্মদ সোহেল।

মোহাম্মদ সোহেল জানান, ইউনিয়নের হামজার ডেইল গ্রামের বশির আহমদের ছেলে ইজিবাইক চালক মো. তারেক এ প্রহারের ঘটনা ঘটান বলে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে। রাতেই দাফন সম্পন্ন করেছি আমরা। এখন মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গীয়াস জানান, বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন