২৫ অক্টোবর ২০২৫

ইঞ্জিনিয়ার মোশাররফকে ঢাকায় নেওয়া হচ্ছে

বাংলাধারা প্রতিবেদন »

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, মিরসরাই আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের এপিএস মো. নূর খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নূর খান বলেন, বিকেল পাঁচটায় আমরা হাসপাতাল থেকে রওনা দিয়েছি। ওনাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হবে। বর্তমানে ওনার শারিরীক অবস্থা ভাল রয়েছে।

উল্লেখ্য, গতকাল সকালে (৮অক্টোবর) ইঞ্জি. মোশাররফ হোসেনের নমূনা সংগ্রহ করা হয়। রাত ১০টা ২০ মিনিটে বি আই টি আই ডি থেকে তাঁর দেহে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। এরপর পরই বর্ষিয়ান নেতা মোশাররফ হোসেনকে নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয়েছেছিলো।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন