৩০ অক্টোবর ২০২৫

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নদের শুভেচ্ছা বিনিময়

মিরসরাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব ১৭) চ্যাম্পিয়ন হয়েছে ইছাখালী ইউনিয়ন পরিষদ। রোববার (২৫ জুন) বিকেলে মিরসরাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ট্রাইবেকারে সাহেরখালী ইউনিয়ন পরিষদ একাদশকে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

বিজয়ের এই আনন্দ ভাগাভাগি করতে বুধবার (২৮ জুন) সকালে মিরসরাইয়ের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির গ্রামের বাড়িতে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা এবং বিজয়ী দলের সকল খেলোয়াড় ও কোচ৷ এসময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তাদের ভবিষ্যতের জেলায় কিভাবে ভালো খেলে মিরসরাইয়ের নাম উজ্জ্বল করা যায় সার্বিক বিষয়ে উৎসাহ দেন৷

পরবর্তীতে মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন এর গ্রামের বাড়িতে শুভেচ্ছা বিনিময় করেন তারা৷

ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা জানান, পুরো উপজেলার শ্রেষ্ঠত্ব অর্জন করে আমার ইউনিয়নের ছেলেরা এলাকার নাম উজ্জ্বল করেছে৷ আমি সবসময় তাদের পাশে আছি৷ তাদের সামনের দিনগুলোতে সফলতার সাথে যেন এগিয়ে যায় তাদের উৎসাহ দিতে আমাদের নেতা সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি সাহেবের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসি৷

আরও পড়ুন