৪ নভেম্বর ২০২৫

ইঞ্জিনিয়ার মোশাররফের সাথে আব্দুস সবুর লিটনের সৌজন্য সাক্ষাৎ

বাংলাধারা প্রতিবেদন »

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কাছে দোয়া চেয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ২৫নং রামপুর ওয়ার্ডের আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলর পদ প্রার্থী আব্দুস সবুর লিটন।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নন্দনকাননস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এসময় সাথে ছিলেন ওমর গণি এমইএস কলেজের প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি (জিএস) ও মহানগর আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আবুল বশর।

সৌজন্য সাক্ষাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনে কাউন্সিলর প্রার্থী আব্দুস সবুর লিটনকে নির্বাচন নিয়ে নানা দিক নির্দেশনা দেন। কখন কি করতে হবে, কিভাবে করবে বা কিভাবে করলে ভাল হয় সেসব বিষয়ে পরামর্শ দেন এ বর্ষীয়ান রাজনীতিবিদ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ