১ নভেম্বর ২০২৫

ইঞ্জি. মোশাররফকে নিয়ে ফেইসবুকে কটূক্তি, থানায় অভিযোগ

মিরসরাই প্রতিনিধি »

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে নিয়ে কূটুক্তি করে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেজবাউল করিম সোহেল বাদী হয়ে মিরসরাই থানায় অভিযোগটি দায়ের করেছেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানারাথ আহাম্মদ চৌধুরী বাবু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক জাফর ইকবাল নাহিদ সহ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাঁর রোগ মুক্তি কামনা করে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রেস ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন নেতাকর্মী পোস্ট দিলে সেখানে গত ৯ অক্টোবর আনুমানিক রাত ৮টায় ফেনী জেলার ইতালী প্রবাসী আলম জাহাঙ্গীর ‘মাদারচোত মরবে কবে?’ মন্তব্য করেন। যাহা কুরুচিপূর্ণ, মানহানিকর ও অশালীন সামাজিক ন্যায় নীতির বিরুদ্ধ যাহার মাধ্যমে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সামাজিক ও পারিবারিক ভাবে সুনামক্ষুন্ন হয়।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেজবাউল করিম সোহেল বলেন, আমার প্রাণপ্রিয় নেতা ও রাজনৈতিক অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শুধু মিরসরাইয়ের অভিভাবক নন। তিনি উত্তর চট্টলার রাজনৈতিক অভিভাব। ভবিষ্যৎ যেন আর কেউ এমন মন্তব্য করতে না পারে সেই জন্য অতি দ্রুত তাকে আইনের আওতায় এনে যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়।

এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানারাথ আহাম্ম চৌধুরী বাবু বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতাকে নিয়ে বিন্দুমাত্র কুৎসা রটনা করার চেষ্টা করবে,কটুক্তি করবে তাদের বিন্দুমাত্র ছাড়া দেওয়া হবে।

তিনি বলেন,ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শুধু চট্টলার নেতা নন, তিনি জাতীয় নেতা, জাতীয় বীর।

মিরসরাই থানার ওসি মজিবুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ