বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রামের হাটহাজারীর শিকারপুরস্থ ইডেন ইংলিশ স্কুলে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে নগরের জামাল খান সড়কের চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ইডেন ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ ও শিকারপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক।
আরও উপস্থিত ছিলেন দি-বিল্ডার্স এসোসিয়েশনের চেয়ারম্যান শেখ মোহাম্মদ ইব্রাহিম, সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির সম্পাদক দিদারুল আলম, সিজেকেএস সদস্য তৌহিদ হোসেন, বাবুনী স্পোর্টস এক্সপ্রেসের সদস্য মোহাম্মদ ওসমান গণি, শাহা ব্যাডমিন্টন ক্লাবের সদস্য মোহাম্মদ হারুন, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াবিদ সৈয়দ সোহেল উদ্দিন।
এছাড়া ইডেন ইংলিশ স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টের সদস্য মোহাম্মদ হানিফ জাবেদ, মনিরুজ্জমান, আইয়ুব আলী, ফাইয়াজ ও আরাফ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
সভায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনে সবার সহযোগিতা চেয়েছেন আয়োজকেরা।













