৪ নভেম্বর ২০২৫

ইতালি থেকে ফিরলেন আরও দেড় শতাধিক

বাংলাধারা প্রতিবেদন »  

ইতালি থেকে বাংলাদেশে ফিরেছেন আরও দেড় শতাধিক যাত্রী। তাদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোববার (১৫মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ৩১ মার্চ পর্যন্ত ইউরোপ ও করোনা আক্রান্ত দেশগুলো থেকে বাংলাদেশে কেউ আসতে পারবেন না পররাষ্ট্রমন্ত্রীর এমন ঘোষণার মধ্যেই আরও দেড় শতাধিক দেশে ফিরলেন।

জানা গেছে, এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি দুবাই হয়ে রোববার সকালে ১৫৫ জন যাত্রী নিয়ে ঢাকা পৌঁছায়।

এর আগে, শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিমানে ইতালি থেকে কাতার হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন আরও ৫৮ বাংলাদেশি।

ঢাকায় নামার পর এদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে বিআরটিসি পরিবহনের দুটি বিশেষ বাসে করে তাদেরকে গাজীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে কোয়ারেন্টাইনে থাকবেন তারা।

তার আগে, শনিবার সকালে ইতালি থেকে দেশে ফিরেছেন ১৪২ জন। সকালে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাদের আশকোনায় হজ ক্যাম্পে নেয়া হয়েছিল।

পরীক্ষা করে তাদের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব না পাওয়ায় প্রায় ১১ ঘণ্টা পর তাদের বাড়িতে পাঠানো হয়।

তবে, সেখানে তাদের ২ সপ্তাহের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় মোট চারটি সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে গতকাল রাতে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত ইউরোপ ও করোনা আক্রান্ত দেশগুলো থেকে বাংলাদেশে কেউ আসতে পারবেন না। এছাড়া বাংলাদেশ সব ধরনের অন-অ্যারাইভাল ভিসাও বন্ধ থাকবে। তার এ ঘোষণার পরপরই দেশে ফিরলেন আরও দেড় শতাধিক।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন