২৪ অক্টোবর ২০২৫

ইন্টার মায়ামিতে যাচ্ছেন মেসি!

ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে নতুন মৌসুমে হয়তো যুক্তরাষ্ট্রে খেলবেন লিওনেল মেসি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর, পিএসজি থেকে বিদায়ের পর মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা।

মেসির ভবিষ্যৎ নিয়ে চার দিকে চলছে নানা আলোচনা। সেখানে তার বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা যেমন আছে, তেমনি সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিতে যাওয়ার গুঞ্জনও ডালপালা মেলেছে। তবে বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আল হিলালের চোখধাঁধানো পারিশ্রমিকের প্রস্তাব ফিরিয়ে দিতে প্রস্তুত মেসি।

শেষ পর্যন্ত ইন্টার মায়ামিতে যোগ দিলে প্রথমবার ইউরোপের বাইরে ক্লাব ফুটবলে খেলবেন রেকর্ড সাতবারের ব্যালন দ’র জয়ী ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড।

বিবিসি জানিয়েছে, আরও এক মৌসুমের জন্য ইউরোপে থাকতে চেয়েছিলেন মেসি। কিন্তু কোনো সন্তোষজনক প্রস্তাব না পাওয়ায় তার বেছে নেওয়ার জন্য ছিল ইন্টার মায়ামি ও আল হিলালের মধ্যে যে কোনো একটি।

তাকে সৌদি আরবের ফুটবলে খুব করে চাওয়া হয়েছিল। যেখানে এরই মধ্যে পাড়ি জমিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো ও করিম বেনজেমার মতো ফুটবলার। কিন্তু আল হিলালের সঙ্গে নাকি আর্থিক বনিবনা হয়নি।

মেসির ইন্টার মায়ামিকে বেছে নেওয়ার কারণ হিসেবে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে। এর মধ্যে সেখানকার জীবনযাত্রার বিষয় যেমন আছে, তেমনি ফুটবলের বাইরেও বিস্তৃত বড় সব ব্র্যান্ডের সঙ্গে চুক্তির বিষয়ও আছে। বিশেষ করে অ্যাডিডাস ও অ্যাপলের সঙ্গে চুক্তি।

মায়ামিতে একটি বাড়িও আছে মেসির, যেটি তিনি ভাড়া দিয়ে রেখেছেন।

মেসি বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন। এক্ষেত্রে বাধা হতে পারে লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লে নীতি। যদিও স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, লিগ কর্তৃপক্ষের থেকে নাকি সবুজ সংকেত পেয়েছে কাতালান ক্লাবটি। কিন্তু বার্সেলোনা এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব মেসিকে দেয়নি।

বার্সেলোনার আর্থিক দুরাবস্থার কারণেই বাধ্য হয়ে ক্লাবটির সঙ্গে প্রায় দুই যুগের সম্পর্কের পাঠ চুকিয়ে ২০২১ সালে অগাস্টে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। প্যারিসে তার দুই মৌসুমের সময়ে দুবারই লিগ ওয়ানের শিরোপা জিতেছে পিএসজি। কিন্তু দুবারই তারা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে। পিএসজিতে মেসির সময়টাকে তাই বড় সাফল্য হিসেবে দেখা হয়নি।

ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৫ ম্যাচে মেসি গোল করতে পারেন ৩২টি। এবারের লিগ ওয়ানে ১৬ গোলের পাশাপাশি ১৬টি অ্যাসিস্ট করেন তিনি। সেখানে তার দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসে।

আরও পড়ুন